হিটলারকে ইহুদি বলায় রাশিয়ার ওপর ক্ষুব্ধ ইসরায়েল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২২, ১২:৪৯ পিএম

সাবেক জার্মান চ্যান্সেলর ও নাৎসি নেতা এডল🍃ফ হিটলারকে ইহুদি বলে ইঙ্গিত করায় রাশিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের নেতারা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ‘হিটলারের দেহে ইহুদি রক্ত ছিল’ এমন বক্তব্যের পর থেকেই শুরু হয় বিরোধ।

ইতালির এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে লাভরভকে প্রশ্ন করা হয়, রাশিয়া কেন ইউক♛্রেনের জনগণের একটি অংশকে নাৎসি বলে দাবি করছে? ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইহুদি হওয়া সত্ত্বেও রাশিয়ার এমন দাবি কতটা যৌক্তিক, তা জিজ্ঞাসা করেন সাংবাদিক।

জবাবে লাভরভ বলেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে কোনো নাৎসি নেই, তা প্রমাণ হয় না। আমাꦉর ভুল হতে পারে, কিন্তু হিট𝔍লারের দেহেও কিন্তু ইহুদি রক্ত ছিল।”

এমন বক্তব্যে ইসরায়েলের ইহুদি নেতারা ক্ষোভ জানিয়ে লাভরভকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। রাশিয়ার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধ💖ানমন্ত্রী নাফতালি বেনেট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড।

হিটলারের আইনজীবী হ্যান্স ফ্র্যাংকের স্মৃতিকথায় হিটলারের পূর্বপুরুষরꦜা ইহুদি ছিলেন বলে উল্লেখ করা হয়েছিল। তার এই দাবি পর থেকেই হিটলারের ইহুদি হওয়ার সম্ভাবনা জোরালো হয়। যদিও ইতিহ💎াসবিদরা এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করে থাকেন।

ইউক্রেনে সামরিক আগ্রাসনকে শুরু থেকেই রাশিয়া নাৎসিমুক্ত করার অভিযান দাবি করছে। দেশটির রাজনীতি ও সামরিক বাহিন♍ী থেকে উগ্র জাতীয়তাবাদী নাৎসি মতাদর্শ থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই লাভরভের বক্তব্যে সেই প্রসঙ্গ আবারও সামনে এলো।