জাপান ও ফিলিপাইনে ভূমিকম্প

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ০৬:০৬ পিএম

পূর্ব এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ 🌃ফিলিপাইনে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। রয়টার্স জানায় মঙ্গলবার দক্ষিণ ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপের দাভাও ওরিয়েন্টাল প্রদেশে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয়।

স্থানীয় সময় সকাল ৯ টা ২♚৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। মানায়ে শহরের প্রায় ৫৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৪৯ কিলোমিটার গভীরে আঘাত হানে এটি। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এসব তথ্য জানিয়েꦛছে।

ফিলিপাইন্সে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্ডানাও। এটি বিশ্বের সপ্তম সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ দ্ব🦹ীপ। ভূমিকম্পের পর সেখানে আরও কয়েকটি পরাঘাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

এছাড়া&nb💦sp;মঙ্গলবার সকালে জাপানেও পাঁচ দশমিক তিন মাত্রার&nbs🔜p;ভূমিকম্প রেকর্ড করেছে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। এটি ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।

ভূমিকম্পে ফুকুসিমাসহ উত্তরপূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করেনি কর্তৃপক✅্ষ।