সাম্প্রতিক সময়ౠে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ বেড়ছে। বিভিন্ন সংঘর্ষের বেশ কিছু মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়েছে। যা গুলি করে ধ্বংস করেছ🐬ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, সোমবার কয়েক মাসের মধ্যে প্রথম এই ধরনের হামলা হয়। জেরুজালেম মন্দিরের ফ্ল্যাশপয়েন্ট নিয়ে উত্তেজনা হিসেবে এই হামলায় জর্ডান ও মার্কিন মধ্যস্থতার প্রচেষ্টা থেকে ফিলি𓃲স্তিনিপন্থী বক্তব্য তাদের ক্ষুব্ধ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজা উপত্🐟যকার কোনো উপদল এই হামলার দায় স্বীকার করেনি, যা জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণের চারপাশে ইসরায়েলি আচরণের জন্য 🦄প্রভাবশালী হামাস ইসলামপন্থীদের প্রতিশোধ নেওয়ার সতর্কতা অনুসরণ করে।
এদিকে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, এই হামলার কয়েক ঘণ্টার মধ্যে বিম⭕ান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যা হামাস ও গাজার আরেকটি উপদলের ব্যবহৃত শিবিরে আঘাত হানে।
এই হামলার দায় স্বীক﷽ার করে ইসরায়েলি বাহিনী বলেছে, এ অঞ্চলে একটি অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের পবিত্র রমজান মাসে ౠআল🍃 আকসা দখলের অভিযোগ করে।
ইসরায়েল বলছে, ফিলিস্তিনিꦍ বিক্ষোভকারীরা রাজনৈতিক উদ্দেশ্যের জন্য মুসলিম প্রার্থনা ব্যাহত করতে এবং ইহুদিদের সফর প্রতিরোধ করতে চায়। যারা এখন পাসওভ♊ার উদযাপন করছে।
সম্প্রতি জর্ডানের বাদশাহ আবদুল্লাহ আম্মান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতে🔜রেসকে বলেছেন, ইসরায়েলের আল আকসা নীতি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি স্থাপনের সম্ভ🐓াবনাকে ‘গুরুতরভাবে দুর্বল’ করছে।
এই উত্তেজনা জর্ডানের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা সম্পর্ককে জটিল করে তোলে। 𒊎তিরস্কারের জন্য ইসরায়ে♚লের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকেও তলব করেছে জর্ডান।
জর্ডানের প্রধানমন্ত্রী বিশার আল-খাসাওনেহ দেশের সংসদে বলেন, “যারা ইসরায়েলি দখলদার সরকারের সুরক্ষায় আল আকসা মসজিদকে অপবিত্র করে সেই সমস্ত ই♉হুদিবাদীদের দিকে পাথর ছুড়েছে। আমি অবশ্যই তাদের প্রশংসা করব।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফ🅺তালি বেনেট আল-খাসাওনেহের টেলিভিশনে দেওয়া মন্তব্যের পর এক ভিডিও বিবৃতি দিয়েছেন।
তিনি বলেন, “আমরা যে সহিংসতার শিকার হচ্ছি তার জন্য𝓰 ইসরায়েলকে দায়ী করা বিবৃতিগুলোকে আমি গুরুত্বের﷽ সাথে দেখছি। কেউ কেউ পাথর নিক্ষেপকে উৎসাহিত করছে।”
তিনি আরও বলেন, “এটি উসকানিদাতাদের জন্য একটি পুরস্কার হিসেবে কাজ করে। প্রধানতম হামাস, যারা জে🐲রুজালেমে সহিংসতা চালানোর চেষ্টা ಌকরছে।”
রোববার জেরু🌼জালেমের ওল্ড🌊 সিটিতে ইসরায়েলি বাসে পাথর নিক্ষেপ করে ফিলিস্তিনিরা। এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আল আকসার বিক্ষোভকারীরা ইহুদি দর্শনার্থী ও পুলিশের ওপর হামলার জন্য পাথর মজুত ক𝓀রছে।
শুক্রবারের সংঘর্ষের সময় আল আকসার আশপাশে অন্তত ১৫২ ফিলিস্তিনি ও আট পু𝓡লিশ𒈔 আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।