ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬৭

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ০২:৪৬ পিএম

ঘূর্ণিঝড় মেগির প্রকোপে সৃষ্ট ভূমিধস ও বন্য꧒ায় ফিলিপাইনে অন্তত ১৬৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আ♉রও ১১০ জন।

জাতীয় দুর্যোগ সংস্থা বলছে ঘূর্ণিঝড়ে অন্তত ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পিলার নামক একটি গ্রামের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি সাগরে ভেসে গেছে। দক্ষিণ দাভাও অঞ্চল, মিন্দানাও ও কেন্দ্রীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্র🍃দেশেও বহু হতাহতের খবর পাওয়া গেছে।

এছাড়া মধ্য লেইতে প্রদ🌱েশের বেবে শহরের আশপাশের গ্রামগুলো পাহাড়ের ঢল আর নদী পানি বৃদ্ধির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় তলিয়ে যাওয়া গ্রামগুলোতে এখনো মৃতদেহ উদ্ধার করছে উদ্ধারকারীরা। সরকারি বিবৃতি থেকে এই খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, স্থানীয়ভাবে ‘আগাটন’ নামে পরিচিত এই ঝড়টি গত রোববার ঘণ্টায় ৪০ মাইল বেগে ফিলিপাইনের পূর্ব উপকূলের দ্বীপপুঞ্জে আঘাত হানে। ঝড়ের আগে উꦏপকূল༺ের ১৩ হাজারের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে। 

বেবে সিটির আশপা🍌শের বসতিগুলোতে বন্যার কারণে কাদামাটিসহ পানি ঢুকে পড়েছে। প্রবল বৃষ্টি ও বিদ্যুৎ🎉 সরবরাহ বন্ধ থাকায় স্থানীয়রা কঠিন বিপর্যয়ে পড়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।