রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন-ট্রুডো

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৬:৫৮ পিএম
ছবি : আল-জাজিরা

মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাস রমজান উপඣলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শনিবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে জো বাইডেন বল✃েন, জিল বাইডেন (ফার্স্ট লেডি) ও আমি রমজানের শুরুতে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের শুভেচ্ছা জানাই। আপনার ও আপনার প্রিয়জনদের জন্য একটি সমৃদ্ধ মাস কামনা করি। রমজান কারিম!

তিনি জানান, দুনিয়াজুড়ে নিপীড়িত মানুষꦍের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। চীনের উইঘুর, বার্মার রোহিঙ্গা ও সারা বিশ্বের অ🌜ন্যান্য মুসলিম সম্প্রদায়সহ মানবাধিকারের জন্য কথা বলবে যুক্তরাষ্ট্র।

এদিকে রমজান উপলক্ষে এক ভাষণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কানাডাসহ বিশ্বের অন্যান𝄹্য দেশে থাকা মুসলমানদের পবিত্র রমজান মাস𒈔 শুরু হচ্ছে। রমজান হলো একটি বিশেষ সময়। আমাদের পরিবার, সোফী (ট্রুডোর স্ত্রী) ও আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই।

প্রতি বছরই রমজান ও ঈদে🅠 মুসলিম সম্প্রদায়কে বꦫিশেষভাবে শুভেচ্ছা জানান জাস্টিন ট্রুডো।