ইউক্রেনীয়দের জন্য নোবেল বিক্রি করছেন রুশ সাংবাদিক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৬:৫০ পিএম

ইউক্রেনীয়দের সহয়তা করার জন্য শান্তিতে পাওয়া নোবেল পুরষ্কার বিক্রি করার ঘোষণা দিয়েছেন রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। ই🧸উক্রেনের শরনার্থীদের জন্য তহবিল যোগাড় করতে এই পুরষ্কার নিলামে তুলবেন꧃ তিনি।

ফিলিপাইনের অনলাইন সংবাদমাধ্যম র‍্যাপলারের সহ-প্রতিষ্ঠাতা মারিয়া রেসার সঙ্গে গত বছর যৌথভাবে শান্তিতে নোবেল পুরষ্কার পান দিমিত্রি মুরাতভ। রুশ গণমাধ💫্যম ন♓োভায়া গেজেটার প্রধান সম্পাদক তিনি।

মঙ্গলবার (২২ মার্চ) এই𒆙 পত্রিকাতেই প্রকাশিত নিবন্ধে নোবেল পুরষ্কার বিক্রির ইচ্ছের কথা জানান তিনি। বার্তা সংস্থা রয়টার💙্স এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

মুরাতভ লিখেছেন, “২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কারের পদক ইউক্রেনের শরণার্থী তহবিলে দান করা হবে। আমি ও নোভায়া গেজেটা এই সিদ্ধান্ত নিয়েছি। ইউক্রেনের শরণার্থীদের সংখ্যা ইতিমধ্যে ১ কোটি ছাড়িয়ে গেছে। আমি নিলামকারী প্রতিষ্ঠানগুলোকে এই পদককে বি🐬ক্রির জন্য আহ্বান জানাচ্ছি।&r𒀰dquo;

এ মাসের শুরুতে ইউক্রেনের রুশ আগ্রাসন নিয়ে নিজেদের ওয়েবসাইট থেকে সব তথ্য সরিয়ে ফেলে ওনোভায়া গেজে🎀টা।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। একে প্রতিবেশীর ভূখণ্ডে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে আসছে তারা। দুই পক্ষ ধাপে ধাপে বৈঠক 🐷করেও এখনো কোন সমাধানে আসতে পারেনি।