তিউনিসিয়ার কাছে ভূমধ্যসাগরে জাহাজ ডুবে ২০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশ সিরিয়ান পাস🌞পোর্টধারী। তারা ভূমধ্যসাগর হয়ে ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন।
রোববার (২০ ম🔯ার্চ) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। শুক্রবার (১৮ মার্চ) এ জাহাজডুবির ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা জানায়, জাহাজডুবির পর শুক্রবার ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়, আর শনিবার উদ্ধার করা হয়েছে ৮ ❀জনের মৃতদেহ। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
দরিদ্রতার কবলে পড়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে𒈔র বহু মা𓄧নুষ ইউরোপ পাড়ি জমাতে চায়। অবৈধভাবে ইউরোপ পাড়ি জমানোর জন্য লিবিয়া ও তার পার্শ্ববর্তী দেশ তিউনিসিয়া মূল ট্রানজিট পয়েন্ট।
সর্বশেষ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তিউনিসিয়ার কাছে এমন জাহাজডুবির ঘটনা ঘটে। সেই সময় ৯ জন আফ্রিকান নাগরিককে উদ্ধা🉐র করা হয়। তারা ইউর♛োপ পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন।
চলতি মাসের শুরুতেও দেশটির সীমান্ত থেকে ৪ জন আফ্রিকান নাগরিকের লাশ উদ্ধღার করা হয়। তিউনিসিয়🧔া কর্তৃপক্ষ জানায়, এই ৪ জন আফ্রিকান আলজেরিয়া পাড়ি দেওয়ার সময় মারা গেছেন। সম্ভবত প্রচণ্ড ঠান্ডা ও ক্ষুধায় তাদের মৃত্যু হয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর🌠 হিসেবে, ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সমর ১ হাজার ৩০০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া ২০১৪ সাল থেকে এই রুটে প্রায় ১৮ হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।