পূর্ব আফ্রিকার তানজানিয়ার পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও♏ ৩৮ জন।
শনিব𝕴ার (১৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছেন।
মরগোরো অঞ্চলের পুলিশ প্রধান মুসলিমে♔র বরাত দিয়ে এক প্রতিবেদনে আল জাজিরা জানান, ঘ🎃টনাটি ঘটেছে অর্থনৈতিক অঞ্চল দার উস সালাম থেকে ১২০ মাইল দূরে মেলালা কিবাওনি অঞ্চলে। ট্রাকটি একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ প্রধান বলেন, “ট্রাকটি দার উস সালাম বন্দর থেকে কঙ্গোর উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে বাসটি যাচ্ছিল পশ্চিম অ🐟ঞ্চল মবেয়া থেকে টাঙ্গা অঞ্চলের দিকে। এসময় মো🍸টরসাইকেলকে ট্রাকটি অতিক্রম করতে গিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।”
এর আগে ২০১৭ সালে ⛄এক দুর্ঘটনায় দেশ𒊎টিতে ৩৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩২ জনই ছিল স্কুল শিক্ষার্থী। এর দুই বছর আগে বাস-ট্রাক সংঘর্ষে একসঙ্গে ৪২ জন নিহত হয়।