১১ বছর পর সংযুক্ত আরব আমিরাতে সিরিয়ার প্রেসিডেন্ট

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৭:৫৫ পিএম

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথম প্রেসিডেন্ট হিসেবে কোন๊ো আরব দেশে সফর করেছেন বাশার আল-আসাদ। বিবিসি জানায় স্থানীয় সময় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছেছেন এই নেতা।

এসময় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার ইঙ্গিত দেন তিনি। সিরিয়ার আরব প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধা♈রের ক্ষেত্রে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানায় বিবিসি।

১৫ মার্চ ছিল সিরিয়🐭া যুদ্ধের ১১তম বর্ষপূর্তি। এর পরই এই সফরে নড়েচড়ে বসেছে বিশ্ব পরাশক্তিরা।

সফরের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের সমালোচনা করে বলে এতে তারা &lsquoꦿ;ব্যাপকভাবে হতাশ’ হয়েছে।

আমিরাতে সফরে আসাদের দেখা হয় দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাকতুমের সঙ্গে। আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বিশেষ করে অর্থনৈতিক,♒ বিনিয়োগ ও বাণিজ্যিক পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আলোচ🐼না করেছেন তারা।