যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের🦩 ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রবাসী নিহত হয়েছেন।
ব্রুকলিনের গ্লেনমোর অ্যাভিনিউয়ের কাছে 🌱ফরবেল স্ট্রিটের ব্লক ২০০ এর কাছে স্থানীয় সময় বুধবার রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ড ঘটেছ﷽ে।
জানা গেছে, নিউইয়র্কের ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। গুলিতে নিহত বাংলাদে꧙শির নাম মোদাসসার খন্দকার (৩৬)। কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির কাছে এই বাংলাদেশিকে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘ🐽টনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ব্রুকলিন পুলিশ𒁏।