ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজ൩ন দ্বীপে পরপর দুই বার ♔;ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭ এবং দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রয়টার্স জানায়, শনিবার (২৪ জুলাই)&nb🐟sp;স্থানীয় সময় ভো𒉰র ৪টা ৪৮ মিনিটে ভূমিকম্পনটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস𒈔্থল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে ছিল। প্রথমবার কম্পনের এর কয়েক মিনিট পরই একই অঞ্চলে আরেকটি কম্পন অনুভূত হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
দেশটির পুলিশ কর্মকর্তা রনি অউরেলানো বলেন,๊ "খুবই শক্তিশালী ছিল এটি। সবাই আতঙ্কিত। তবে বাতাঙ্গাসের বাসিন্দারা ভূমিকম্পের সঙ্গে অভ্যস্ত। এমন পরিস্থিতিতে কী করতে হবে, তা তারা জানেন।"
সুনামির আশঙ্কা আছে কি না🥂 তা জানতে নিচু অ🌠ঞ্চলগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাতাঙ্গাস প্রদেশের মাবিনি এলাকার পুলিশ কর্মকর্তা বার্👍নি ফাদেরোগাও জানান, কম্পনটি সম্প্রতি ঘটা ভূম📖িকম্পগুলোর মতো শক্তিশালী ছিল না।