সাধারণ রোগে পরিণত হচ্ছে করোনা: গবেষণা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ১০:১৬ পিএম

সংক্রমণ♑ বাড়লেও করোনার আতঙ্ক এখন আর আগের মতো নেই। নতুন ধরন ওমিক্রনের প্রকোপেও মৃত্যুহার রয়েছে নিয়ন্ত্রণে। এর জন্য টিকাকেই কৃতিত্ব দিচ্ছেন গবেষকরা।

এবার মহামারি নিয়ে আরও একটি আশার কথা জানিয়েছেন বিজ🧸্ঞানীরা। কিছুদিন ধরেই মহামারি শেষ পর্যায়ে রয়েছে, এমনটা আশা করছিলেন অনেকে। গবেষকরাও এꦜবার একমত হলেন।

বিজ্ঞান সাময়িকী ল্𒈔যানসেটের গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, করোনা এখ🦋ন পেন্ডেমিক থেকে এন্ডেমিকের পথে রয়েছে। অর্থাৎ মহামারির ভয়াবহতা কমে গিয়ে সাধারণ রোগে পরিণত হচ্ছে করোনা।

গবেষণায় আরও বলা হয়, “ওমিক্রনের ঢেউয়ের পরও অনেক দেশে সংক্রমণের ঢেউ ফিরে আসতে পারে। তবে বিশ্বজুড়ে থাকবে না মহামারি। সাধারণ রোগে পরিণত হবে করোনা। সংক্রমণ নিয়ন্ত্রণ করতেও বিভিন্ন দেশের সরকারকে বেশি কড়াকড়ি ব্যবস্থা না নিলেও চলবে।”

যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চ ও ফ্রান্সিস ক্রিট ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এস🍨ব তথ্য জানান। ল্যানসেটে প্রকাশিত এই তাদের গবেষণায় আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে মানবদেহে করোনার প্রভাব অনেক কমে যাবে। ভাইরাসের সংক্রমণের মাঝে থেকেই অধিকাংশ মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।

এছাড়া ওমিক্রন মোকাবেলায় টিকার অতিরিক্ত ডোজ সক্ষম হবে বলেও আশা বিজ্ঞানীদের। ভবিষ্যতে করোনার নতুন রূপকে ঠেকাতে টিকা ও ও𓃲ষুধ আরও বেশি কার্যকর হ📖বে বলে মনে করেন তারা।