সিরিয়ার কারাগারে আইএস-কুর্দি সংঘর্ষ, নিহত শতাধিক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৮:৫৯ পিএম

সিরিয়ার একটি কারাগারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের বন্দ🌃ীদের সঙ্গে মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গে♛ছে। এতে অন্তত ১২০ জন নিহত হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা। শুরুতে গোরান কারাগারে বন্দী সদস্যদের মুক্ত করতে হামলা চালায় আইএস।
এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হওয়া সংঘর♌্ষে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, কারারক্ষী ও সন্ত্রাসবাদবিরোধী বাহিনী সহ অন্তত ৭৭ জন আইএস সদস্য ও ৩ꦯ৯ জন কুর্দি যোদ্ধা নিহত হয়। অন্তত সাতজন বেসামরিক মানুষ সংঘর্ষে নিহত হয়েছে।

শুক্রবার আইএসের নিজস্ব সংবাদমাধ্যম🎀 আমাকের মুখপত্র কারাগার 🔥ভাঙার দায় স্বীকার করেন। এছাড়াও শনিবার প্রকাশিত এক ভিডিওতে দেখানো যায়, সশস্ত্র বিদ্রোহীরা কারাগারে অনুপ্রবেশ করছে।

সেখানে আইএসের কালো পতাকা উড়তেও দেখা গেছে বলে ♛জানায় আল-জাজিরা। হাসাকেহ শহরের কুর্দি-নিয়ন্ত্রিত ঘোয়ারান কারাগারে এই দৃশ্য দেখা যায়।

এছাড়াও রবিবার কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডি💎এফ) জানায় মার্কিন সহায়তায় তারা আরও কঠোর প্রতিরোধ গড়ে তুলছে। তবে সংঘর্ষের সময় অনেক আইএস বন্দী কারাগার থেকে পালিয়ে যায়। এদের মধ্যে শতাধিক বন্দীকে তারা আটক করতে সক্ষম হয়েছে।