দ্বিতীয় বারের মত🌺ো করোনাভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানু🧔য়েল লোপেজ ওব্রাদর।
বিবিসি জানায়, সোমবার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ৬৮ বছর বয়সী মেক্⭕সিকান এই প্রেসিডেন্ট।
টুইট বার্তায় আন্দ্রেস জানান, শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। অন্যান্য জটিলতা নেই। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবেন। তবে আইসোলেশনে থেকেও তিনি দাপ্তরিক কাজ করবেন এবং ভার্চুয়ালি যো♛গাযোগ চালিয়ে যাবেন💫।
এর আগে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের গলার স্বরে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরই তিনি জানান, আবার🥀ও করোনার টেস্ট করাবেন।
২০২১ সালের জানুয়ারিতে প্রথম করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। ২০১৩ সালে তার হার্ট অ্যাটাক হয়েছিল। উচ্চ রক্তচাপজনিত সমস্যাও রয়েছে। তবে প্রথমবার তার কোভিড সংক্রমণের মাত্রা ‘মৃদু’ ছিল। ভ্যাকসিনের দুই ডোজ টিকার সঙ্গে ২০২১ সালের ৭ ডিসেম্বর অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজও নি♒য়েছেন প্রেসিডেন্ট আন্দ্রেস।
এদিকে সমালোচকরা বলছেন, স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার প্রাথমিক পর্যায়ে খুব একটা গুরুত্ব দেননি মেক্সিকান এই প্রেসিডেন্ট। প্লেনেꦰ ভ্রমণের সময় জনসম্মুখে তিনি মাস্কও পরতেন না বলেও অ🥃ভিযোগ পাওয়া গেছে। তাছাড়া ভ্রমণার্থীদের মেক্সিকোতে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ অন্যান্য দেশের তুলনায় কম ছিল।
অন্যদিকে দেশটির সরকারি কর্মকর্তারা জানান, ক⛎রোনা মোকাবিলায় ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে তিনি সর্🙈বাধিক গুরুত্ব দিয়েছেন। রাজধানী মেক্সিকো সিটির প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় সবাই ইতোমধ্যে ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন।