ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার খবর পাওয়া গেছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতির বরাতে এএফপি জꦇানায়, রবিবার ভোরে মার্কিন দূতাবাসের অতি-সুরক্ষিত গ্রিন জোন এলাকা লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয🍒়।
বিবৃতিতে বলা হয়, “বাগদাদের গ্রিন জোনে দুটি কাতিউশা রকেট হামলা হয়। প্রথমটি লক্ষ্যে আঘাত হানার আগেই গুলি করে বিধ্বস্ত করা হয়েছে, দ্বিতীয়টি একটি পার্কিংয়ের স্থলে পড়ায় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত🦂 হয়েছে।”
নিরাপত্তা সূত্রের বরাতে এএফপিকে আরও জানায়, “বিধ্ব🍸স্ত প্রথম রকেটটি মার্কিন দূতাবাসের কাছাকাছি 🦋পড়ে আর দ্বিতীয়টি প্রায় ৫০০ মিটার দূরে আঘাত হানে।”
সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন স্থাপꦯনা ও সামরিক 𝄹লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।