মহামারির প্রকোপে ভেঙে পড়েছে বিশ্বের বহু দেশের স্বাস্থ্যব্যবস্থা🅷। করোনা ছাড়াও নানা🧜 রোগে খরচ বেড়েছে মানুষের।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক পরিসংখ্যান বলেছে, বিশ্বের ৫০ কোটির বেশি মানুষ স্বাস্থ্যসেবা পেতে নিজের পকেটের টাকা খরচ করে পথে বসেছে। স্বাস্থ্য খাতে ব্যয় দারিদ্র্যের অন্যতম কারণ হিসে💯বে মনে করছেন বিশ💜েষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্বব্যাংকের🐷 যৌথ প্রতিবেদনে বলা হয়, মহামারির কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। ১৯৩০ সালের পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের সৃষ্টি করেছে এই মহামারি।
এ প🍸রিস্থিতি সাধারণ মানুষের জন্য চিকিৎসার খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। এ🀅ছাড়া দারিদ্র্য দেশে দেশে মহামারি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের স্বাস্থ্যব্যবস্থার গত দুই দশকের অগ্রগতি থামিয়ে দিতে পারে এই মহামারি। তাই বিভিন্ন দেশের সরকারের প্রতি নাগরিকদ♏ের অবিলম্বে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস।