কেনিয়ায় বিয়েবাড়ির ব্যান্ডদলকে বহনকারী একটি বাস ন🅠দীতে ডুবে গিয়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
মুইংগি কাউন্টির এনজিউ নদীতে স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। মুইংগি ইস্ট সাব-কাউন্টির পুলিশ কমান্ডার জোসেফ ইয়াকান জানান, নদীর জোয়ারের পানিতে ডুবে যাওয়া একটি সেতু দিয়ে যাচ্ছিল বাসটি। এ সময় তীব্র স্রোত গাড়িটিকে নদীতে ভা💮সিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মুইংগি💜 ক্যাথলিক চার্চের গায়কদল তাদের এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান কর্মকর্তারা🍨।
উদ্ধারকৃত ১২ জনের মধ্যে চার শিশু ও আটজন প্রাপ্তবয়সꦓ্ক রয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন একই পরিবারের সদস্য🦩। মর্মান্তিক এ দুর্ঘটনার খবরে বিয়ের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।