মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ আটক ৬০০

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৪:১৭ পিএম

অবৈধভাবে মেক্সিকো সীমান্ত দিয়ে অন্য দেশে প্রবেশের সময় দুই ট্রাকভর্তি
অভিবাসনপ্রত্যাশীদের আটক করা হয়েছে। 👍এএফপি জানায়, আটকদের মধ্যে মধ🍎্য অ্যামেরিকা এমনকি বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরাও রয়েছেন। 

শুক্রবার মেক্সিকো কর্তৃপক্ষ গুয়াতেমালা সীমান্তের কাছ থেকে এসব অভিবা⛦সীদের আটক করে। এক বিবৃতিতে দেশটি💫র ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজ থেকে ১৪৫ নারী ও ৪৫৫ জন পুরুষকে আটক করা হয়েছে।

এদের মধ্যে গুয়াতেমালার অভিবাসীই ৪০১ জন। এছাড়াও হন্ডুরাস, নিকারাগুয়, ꩲঘানার ও ক্যামেরুনের নাগরিকও রয়েছেন। আটকদের মধ্যে মোট ৩৭ জন বাংলাদেশি ও একজন ভারতীয় আছেন।

হিউম্যান রাইটস কমিশনের স্থানীয় প্রধান টোনাটিউহ হার্নান্দেজ এই তথ্য নিশ্চিত করেন। আটককৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া না হলে মেক্সিক🌃োতেই আশ্রয় দেওয়া হতে পারে।

সাধারণত মধ্য আমেরিকার অভিবাসীরা যুক্তরাষ্ট্রে পৌঁছে উন্নত জীবন লাভের আশায় মেক্সিকোতে অনুপ্রবেশের চেষ্টা চালায়। যদিও আটক হওয়া অভিবাসনপ্রত্যাশীরা সহিংসতা ও দরিদ্রতা থেকে বাঁচতেই নিজের দেশ ছেড়ে এসেছে🐟ন বলে দাবি করছেন।