আফগানিস্ত🌺ানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ জন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
গজনি প্রদেশটির তথ্য ও সংস্কৃতিবিষয়ক প্রধান হামিদুল্লাহ নিসার এক্সে, প্রদেশের মধ্য দিয়ে যাওয়া একটি মহাসড়কে দুর্ঘটনা 🏅দুটি ঘটে। তবে কোন দুর্ঘটনায় কতজন নিহত-আহত হয়েছেন, তা পৃথকভাবে উল্লেখ করেননি তিনি।
তথ্য ও সংস্কৃতি-বিষয়ক প্রাদেশিক প্রধান 𒁏নিসার বলেন, গজনির মধ্যাঞ্চলের শাহবাজ গ্রামের কাছে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। অন্যদিকে পূর্বাঞ্চলীয় জেল🍰া আন্দারে একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়।
গত মার্চ মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি বাস ও একটি ফুয়েল ট্যাংকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ২০ জন নিহত ও ৩৮ জন আহত হন।