রাশিয়ার রাজধানী মস্কোতে লুকিয়ে রাখা বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণ ঘটেছে। এতে নিহত হয়েছেন রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেসের (এনবিসি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। একই সঙ্গে তার এক সহকর্মীও মারা 🥃গেছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মস্কো🍸র একটি ভবনের বাইরে স্কুটারে লুকিয়ে রাখা হয়েছিল বিস্ফোরক যন্ত্রটি। রাশিয়ার তদন্ত কমিটির বরাতে পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ বেশ কয়েকটি গণমাধ্যম🐠।
তদন্ত কমিটি বলেছে, সকালে রিয়াজানস্কি অ্যাভিনিউতে আবাসিক ভবনের গেটের কাছে একটি স্কুটার অবস্থান করছিল। সেই স্কুটারে লাগানো বিস্ফোরক যন্ত্রটি হঠাৎ বিস্ফোরিত হয়। 🌳বিস্ফোরণে ভবনের কয়েকটি জানালা ভেঙে যায়। সদর দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় লেফটেন্যান্ট জেনারেল ইগর ক🐈িরিলভ ও তার এক সহকর্মী নিহত হন। বিবিসির তথ্যমতে, কিরিলভ যখন তার বাসভবন ত্যাগ করছিলেন তখন স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণেই নিহত হন তিনি ও তার সহকর্মী।
রয়টার্সের ফুটেছ෴ে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে মামলা করা হয়েছে। এর আগের দিন সোমবার নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করেছিল ইউক্রেন।
প্রসঙ্গত, কি🍸রিলভ ২০১৭ সাল থেকে রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের কথিত ব্য൩বহারের জন্য যুক্তরাজ্য গত অক্টোবরে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। সোমবার (১৬ ডিসেম্বর) নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন।