কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ-বিতর্ক থামছেই না। আগের দিন সংসদে গ💙িয়েছিলেন ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে। এবার গেলেন ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ কাঁধে ঝুলিয়ে। যেখানে বাংলাদেশি সংখ্যালঘুদের প্রসঙ্গ রয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংসদে যে ব্যাগ নিয়ে গেছেন তাতে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা ꧅লেখা র𒅌য়েছে। ঘিয়ে রঙের সেই ব্যাগটির উপরে লেখা, ‘বাংলাদেশ’। তার নিচে লেখা, “হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।”
তবে প্রিয়াঙ্কা গান্ধী একা নন, কংগ্রেসের অন্য সাংসদেরাও একই ধরনের ব্যাগ কাঁধে ঝুলিয়ে সংসদের 🌃বাইরে বিক্ষোভ দেখান।
[106966]
বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাসের সূত্র ধরে সোমবার (১৬ ডিসেম্বর) সংসদে ভাষণ দেন প্রিয়াঙ্কা গান্ধী। যে ভাষণে, একাত্তরের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান নিয়ে কথা বলতে গিয়ে বাধার মুখে পড়েন। তাকে সময় না দ𒁃েওয়ার অভিযোগে কংগ্রেস সাংসদরা লোকসভা থেকে ওয়াকআউটও করেন।
সোমবার প্রিয়াঙ্কা গান্ধী ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে সংসদে গিয়েছিলেন। তবে বিজেপি তার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনীতি করার অভিযোগ⛄ তোলে। সেই সুর ধরেই মঙ্গলবার বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে উপস্থিত হন প্রিয়াঙ্কা। সূত্র: আনন্দবাজার।
[106961]