ভারতের ত্রিপুরা🍃 রাজ্যের রাজধানী আগরতলার কাছাকাছি জিরানিয়া রেলওয়ে স্টেশনে ৬ জন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। তাদের মধ্যে ৩ জন তৃতীয় লিঙ্গের।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) গোপন তথ্যে💛র ভিত্তিত🦹ে একটি যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে সরকারি রে🌃লওয়ে পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অন্য সংস্থাগুলো অংশ নেয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।♌
প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিরা প্রথমে নিজেদের সিপাইজলা জেলার বিশালগড়ের বাসিন্দা বলে দাবি করলেও পরে জেরার মুখে স্বীকার করেন, তাঁরা গত বুধবার বাংলাদেশ থেকে এসেছেন এবং ট্রেনে মুম্বা🦹ই যাওয়ার পরিকল্পনা করছিলেন।
[103669]
আগরতলার সরকারি রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ তপস দাস বলেন, চারজন কিশোরগঞ্জের এবং বাকি দুজন নোয়াখালী জেলার বাসিন্দা। আমরা একটি মামলা করেছি। আরও কেউ জড়িত কিনা, তা খুঁজে বে🤪র করতে তদন্ত চলছে।
কিছুদিন আগে চার🌟 বছরের এক শিশুসহ তিনজন বাংꦜলাদেশি নাগরিককে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক করা হয়।
সম্প্রতি আগরতলা রেলওয়ে স্টেশন এবং ত্রিপুরার অন্যান্য স্থান থেকে ভারতে অনুপ্রবেশ করে অন্য অঞ্চলে যাওয়ার চেষ্টা করার সময় উল্লেখযোগ্যღসংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্তের কিছু অংশ এখনো স্থানীয় বিরোধের কারণে সুরক্ষিত নয়।