ভ্যালকাইরি রুশ-ইউক্রেন যুদ্ধের একজন ইউক্রেনীয় স্বাস্থ্যকর্মী ও🐟 দানিয়িল লিয়াশকেভিচ একজন সৈনিক। তাদের দেখা হয় রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রেই দেখা, এখানেই তাদের প্রেম আবার এখানেই মৃত্যু। তারা ৪ নভেম্বর রুশ-ইউক্রেন যুদ্ধে ফ্রন্টলাইনে একসঙ্গে প্রাণ হারান।
যুদ্ধ শুরু হলে ভ্যালকাইরি স্বেচ্ছাসেবক স্বাস্থ্যকর্মী হিসেবে যোগ দেন সেখানে। সেখানে পরিচয় হয় দানিয়িল লিয়াশকেভিচের সঙ্গে। তারপর তাদের প্রেম হয়। যুদ্ধের কঠিন সময়ে তাদের মধ্যকার সম্পর্কই তাদে𒆙র শক্তি হিসেবে ছিল।
তারা দুಞজনই ৩য় অ্যাসল্ট ব্রিগেডে [৩য় আক্রমণ ব্রিগেড] দায়িত্ব পালন করছিলেন এবং গত ৪ নভেম্বর ফ্রন্টলাইনেই ছিলেন। তখন একটি রুশ শেল হামলায় তারা দুজনে একসা♕থে প্রাণ হারান।
শুক্রবার (৮ নভেম্বর) কিয়েভের একটি শ্মশানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। পরে তাদের স্মরণে ত♔ার সাথীরা মোমবাতি প্রজ্জ্বলন ক🤪রেছেন।
সেখানে উপস্থিত সবাই সেই মন্ত্র উচ♕্চারণ করেন, যা ইউক্রেনীয় সৈনিকরা প্রশিক্ষণের শুরুতেই মুখস্থ করেন: "জীবনদায়ী আগুনে পোড়াও আমার হৃদয়ের দুর্বলতা। ভয়হীন, দ্বিধাহীন হও।"
এসময় তাদের সাথীরা তাদেরকে একে অন্যের চ🙈মৎকার পরিপূরক উল্লেখ করেন।