শিখদের পবিত্র উপাসনালয় স্বর্ণমন্দিরের সামনে শিরোমনি আকালি দলের প্𒀰রধান সুখবীর সিং বাদলকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আ🍬টক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) ভারতের পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণমඣন্দিরে ধর্মীয় অপরাধের শাস্তি পালনের সময় এই হামলার ঘটꦉনা ঘটে।
ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জান🎉ায়, অভিযুক্তের নাম নারায়ণ সিং চ𒈔ৌরা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
[105819]
জানা গেছে, সুখবীর সিং বাদল স্বর্ণমন্দিরের সামনে হুইলচেয়ারে বসে যখন ধর্মীয় অপরাধের শাস্তি পালন করছিলেন, তখন তার পাশেই ছিলেন চৌরা। হঠাৎ তিনি বাদলকে গুলি করতে উদ্ধত হলে শিরোমনি আকালি দলের এক কর্মী তার হা♋ত ওপরে তুলে ধরেন। এতে গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে বেঁচে যান এই শিখ নেতা।