বাঙালি ভোজন রসিক। বিভিন্ন উৎসব আয়োজনে স্বাভাবিকভাবেই বাঙালি বেশি খেয়ে থাকে। বিশেষ করে ঈদ, পালা-পর্বনসহ বাঙালির সব অনুষ্ঠারে সবার ঘরেই থাকে বাহারি সব খাবার। এটা সেটা খেতে খেতে সবারই অতিরিক্ত খাওয়া হয়ে যায়। আবার একসঙ্গে বেশি খাবারের সঙ্গে দ্রুত খাওয়ার কারণেও অতিরিক্ত খাওয়া হয়। কারণ দ্রুত খাবার খেলে মস্তিষ্꧟ক বুঝতে পারে না কতটুকু খাওয়া হচ্ছে।
অতিরিক্ত খাওয়ার পর শারীরিক বিভিন্ন অসুস্থতা দেখা দিতে পারে। যেমন- পেট ফুলে 💜থাকা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, পেটে ব্যথাসহ বিভিন্ন সমস্যা ইত্যাদি। তবে ঈদে অতিরিক্ত খেলে ফেললেও কয়েকটি কাজের মাধ্যমে আপনি শারীরিকে এই সমস্যাগুলো এড়াতে পারেন।