ইয়োহানির কণ্ঠে ঝড় তুললেন নোরা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ১১:৪৮ এএম

‘মানিকে মাগে হিথে’ গান গেয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে যান শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি দিলোকা ডি’সিলভা। জনপ্রিয় এ গায়িকা  তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ গানটি এবার গাইছেন হিন্দিতে। এই গানে দেখা যাবে বলিউড তারকা ꦬনোরা ফাতেহি ও সিদ্ধার্থ 🌸মালহোত্রাকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি ‘থ্যাংক গড’র ট্রেলার। এই ছবির জন্যই ইয়োহানি গাইলেন  ‘মানিকে মাগে হিথে’র হিন্দি 💮ভার্সন। সিনেমায় এতে অভিনয় করেছেন অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুไল প্রীত সিং। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশ হয়েছে গানটি।

মূল গান ইয়োহানির একক কণ্ঠে হলেও এখানে তার সঙ্গী হয়েছেন জুবিন নটিয়াল। নতুন করে গানটির সংগীতা🧜য়োজন করেছেন তানিস্ক বাগচি♎ ও চমথ সংগীত। ভিডিওতে পারফর্ম করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও বলিউডের ড্যান্স সেনসেশন নোরা ফাতেহি।

ই♊য়োহানির গানের সঙ্গে নোরার আবেদনময়ী নৃত্যের ঝলক নজর কেড়েছে দর্শকের। ফলে অন্তর্জালে গানটির ভিউ বাড়ছে বাতাসের বেগে। প্রকাশের মাত্র🥀 ৭ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ৩৪ লাখ।

‘থ্যাংক গড’ সিনেমাটি নির্মাণ করেছেন ইন্দ্র কুমার। সপ্তাহখানেক আগে এর ট্রেলার প্রকাশ হয়। এরপর কিছু জটিলতায় পড়েছেন সংশ্লিষ্টরা। ভারতের উত্তর প্রদেশ🔴 রাজ্যের জৌনপুরে সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। তার অভিযোগ, সিনেমাটিতে হিন্দু ধর্ম এবং এর অনুসারীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তবে বিষয়টি 🌃নিয়ে নির্মাতা, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীরা এখনো কোনো প্রতিক্রিয়া দেননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস