চলচ্চিত্র জগতে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে হাওয়া সিনেমার বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা🅠 আইনে মামলা। হাওয়া সিনেমা প্রদর্শনী বন্ধ চেয়ে আইনি নোটিশ। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমার সেন্সর না পাওয়া নিয়ে বেশ উত্তাল শোবিজ।
এসব বিষয়ে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা ‘বাংলা চলচ্চিত্র বা কনটে🌊ন্টে সেন্সরশিপের খড়গ: গল্প 𒊎বলার স্বাধীনতা চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বৃহস্পতিব♈ার (২৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১। ‘হাওয়া’ চলচ্চিত্রের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপ🌜ত্তা আইনে করা মামলা অবিলম্বে প্🔜রত্যাহার করতে হবে।
২। ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের মুক্তি চাই।
৩। বা♈ংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করতে হবে এবং প্রস্তাবিত চলচ্চিত্র সার্টিফিকেশন ꧂আইনের ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়ন করতে হবে।
৪। প্রস্তাবিত ওটিটি নীতিমালার ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা সাপ🅺েক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ওটিটি নীতিমালা প🐈্রণয়ন করতে হবে।
৫। চলচ্চিত্র বা কনটেন্ট-বিষয়ক কোনো মামলা𒅌 করার আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যেমন: খসড়া 𓂃ওটিটি নীতিমালায় প্লাটফর্মগুলোতে আলাদা কমিশন বোর্ড তৈরির প্রস্তাব আছে, এ জাতীয় কোনো কর্তৃপক্ষের) সঙ্গে আলোচনা করে নিতে হবে।
এ আয়োজনে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, তারিক আඣনাম খান, শম্পা রেজা, আফসানা মিমি, নুরুল আলম আতিক, মাসুম রেজা, কামার আহ🥀মেদ সাইমন, অমিতাভ রেজা, পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, বিধান রিবেরু, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারি মমসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেকে।