চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেমাটি মুক্তির আগেই আলোচিত। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমাটি গত সপ্তাহে ২🎶৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির জনপ্রিয়তা এখন তুঙ্গে।
তাই দ্বিতীয় সপ্তাহে এসে এর হল সংখ্যা দাড়ায়েছে ৪১꧒-এ। শুক্রবার (৫ আগস্ট) থেকে দেশের ৪১টি সিনেমা হলে চলবে ‘হাওয়া’। ✤
আরও পড়ুন: ২৪টি প্রেক্ষাগৃহে বইবে ‘হাওয়া’
রাজধা꧅নী ঢাকায় ‘হাওয়া’র জনপ্রিয়তা চোখে পড়ার মতো। স্টার সিনেপ্লেকꦡ্সের ৫টি শাখায় প্রতিদিন ২৬টি শো প্রদর্শিত হচ্ছে।
আরও পড়ুন: এবার দেশের বাইরে বইবে ‘হাওয়া’
সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’র গল্প। এর সঙ্গে আছে মিথলজি ও সম্পর্কের অণুপ্রবেশ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। এটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।