আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে পর্দায় অভিনয় করে মা𒈔নুষকে আনন্দে রাখা কুশিলবদের মধ্যে। পল্লবী দে, বিদিশা মজুমদার ও মঞ্জুষা নিয়োগীসহ চলতি জুন মাসেই কলকাতাসহ ভারতের বেশ কয়েকজন মডেল এবং অভিনয়শিল্পী আত্মহত্যা করেছেন। এই ঘটনাগুলোর রেশ শেষ হওয়ার আগেই দেবলীনা দে নামের কলকাতার আরেক উঠতি মডেলের আত্মহননের চেষ্টার খবরে চাঞ্চল্য শোবিজ অঙ্গন।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুন) রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তার আগে একটি ফেসবুকে স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। সেখানে লিখেন, “বেঁচে থাকার জন্য আমি অনেক সংগ্রাম করেছি। আমার পরিবারই সবকিছুর জন্য দায়ী। এখন আমি শান্🌜তি চাই। বিদায়।”
গত দেড় বছর ধরে মুকুন্দপুর এলাকার উত্তলিকা আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন এই অভিনেত্রী। দেবলীনা তার ক্যারিয়ার মিউজিক ভিডিও দিয়ে♕ শুরু করলেও সম্প্রতি তিনি সিরিয়ালে কাজ শুরু করেছিলেন। কিন্তু আশানুরূপ উপার্জন করতে না পাড়ায় পরিবারের সঙ্গে প্রায়ই মনোমালিন্য চলতো। এই কারণেই বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। বিষণ্ণতা থেকেই এই আত্মহত্যার চেষ্টা।
একে🌳র পর এক এমন ঘটনায় টালিপাড়ায় ভ💛র করেছে আতঙ্ক। অনেকেই বলছেন, “তাদের প্রতি নজর দেওয়া উচিত এবং কাজের বাইরে সময় দেওয়া উচিত পরিবারের।”