কেকের পর এবার কলকাতায় গাইবেন সনু নিগম

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২২, ০২:৪১ পিএম

কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে গিয়ে মারা যান বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ (কেকে)। মঙ্গলবার (৩১ মে) ঘটে যাওয়া এ ঘটনায় পুরো শিল্পীপাড়ায় বিষাদের ছায়া। বিষয়টি দারুণ দাগ কেটেছে ভারতীয়দের। ಌতবে কলকাতায় শোকটা যেন আরও বেশি। এরপর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা। মুম্বাইয়ের শিল্পীরা আর আসবেন তো কলকাতায়?

সেই আশঙ্কা গাঢ় হয়েছে আরেকটি অনুষ্ঠান বাতিল নিয়ে। কথা ছিল সুনীধি চৌহান ও জুবিন নটিয়াল আসবেন শহরের নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কিন𝔍্তু সেই শো বা🌺তিল হয়ে যাওয়ার পর নেটমাধ্যমে চাউর হয় যে, মুম্বাইয়ের শিল্পীরা নাকি কেকে-র মৃত্যুর পর কলকাতায় আসতে ভয় পাচ্ছেন! 

তবে সেটা ঘটছে না। কারণ জুলাই মাসেই কলকাতার মঞ্চে গাইবেন বলিউডের আরেক খ্যাতিমান গায়ক সনু নিগম। ভারতীয় সংবাদম꧋াধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, অনুষ্ঠানটি হবে এটা নিশ্চিত।

অনুষ্ঠানের উদ্যোক্তা তোচন ঘোষ তাদের বলেন, “কেকে-র এমন মৃত্যু সত্যিই বাংলার জন্য লজ্জার। তবে মুম্বাইয়ের শিল্পীরা কিন্তু একবারও বলেননি যে, তারা বাংলায় এরপর থ♕েকে শো করতে আসবেন না। বাংলা তথা এই শহর জানে শিল্পীদের প্রকৃত শ্রদ্ধা-সম্মান দিতে। হেমন্ত-সন্ধ্যা-মান্নাদের শহর এটা। এখানকার দর্শকদের উত্তেজনাও উপভোগ করেন মুম্বাইয়ের শিল্পীরা। একথা মিথ্যা যে, ‘মুম্বাꦗই কলকাতা থেকে মুখ ফেরাচ্ছে!’’

তোচন ঘোষ আরও বলেন, “সনু নিগমের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা হয়🌳েছে। নীতিন মুকেশ ও কবিতা কৃষ্ণম🐈ূর্তির সঙ্গেও কথা হয়েছে। তারা আসছেন।’’

সোমবার (৩০ মে) ও মঙ্গলবার (৩১ মে) কলকাতার নজরুল মঞ্চে ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের অনুষ্ঠানে গান গেয়েছিলেন কেকে। স্টেজ পারফর্ম করার সময় অসুস্থবো🀅ধ করেন ৫৪ বছর বয়সী কেকে। হোটেলে ফিরে যাওয়ার পর অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওꦐয়া হয়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: ইন্ডিয়ান টাইমস