ভারতে সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাকিব

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২২, ১১:১৪ এএম

ঢালিউডের সুপারস্টার শাকিব খান রয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ২০২১ সালের নভেম্বর থেকেই এই জনপ্রিয় নায়ক সেখানে অবস্থান করছেন। অভিনয় দিয়ে বরাবরই দর্শকের হৃ🌼দয়ে জায়গা করে নিয়েছে শাকিব। অর্জন করেছেন জাতীয় পুরস্কার। এর মধ্যেই তার অর্জনের খাতায় যুক্ত হলো আরও দুটি পুরস্কার। প্রতিবেশী দেশ ভারতের একটি আয়োজনে তাকে পুরস্কৃত করা হয়েছে।

 শনিবার (১৪ মে) কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসর। এতে ২০১৯ ও ২০২০ দুই বছরের জন্য পুরস্কার দেওয়෴া হয়েছে। এই আয়োজনেই সেরা অভিনেতা (বাংলাদেশ) ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় শাকিবকে। ২০১৯ সালের ‘পাসওয়ার্ড’ ও ২০২০ সালের ‘বীর’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কার দুটি পেয়েছেন তিনি।

শাকিব নিজে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে পারেননি। তবে নিউইয়র্ক থেকে অর্জনে✃র আনন্দ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় শাকিব লিখেছেন, “ধন্যবাদ টেলিসিনে। ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ সিনেমার জন্য আমাকে সেরা অভিনেতার পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য। এটি আমাকে আরও খুশি করেছে কারণ, দুটি সিনেমাই আমার এসকে ফিল্মস থেকে নির্মিত।”

‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছিলেন মালেক আফসারী। আর ‘বীর🐓’ পরিচালনা করেন কাজী হায়াত। দুটি সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন বুবলী।