ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৪:০৪ পিএম

ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ পল্লবী দে। ১♚৫ মে রোববার সকালে কলকাতার গড়ফার একটি ফ্ল্যাট থেকে তার ঝ♛ুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ভারতের আনন্দবাজার জানায়, পল্লবীর প্রেমিক প্রথমে মৃতদেহ ঝুলতে দেখেন। তারপর পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা 🧸করেন। 

এদিকে ২৪ এপ্রিল গড়ফার ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন🗹 এই অভিনেত্রী। মাসখানেক না কাটতেই এই মর্মান্তিক ঘটনা। জানা যায়, ওই ফ্ল্যাটে প্রেমিকের সঙ্গে লিভ-ইন রিলেনশনশিপে ছিলেন তিনি।

ছোটপর্দার জনপ্রিয়🙈 অভিনেত্রীর বেশ কিছু সিরিয়াল বিভিন্ন টেলিভিশনে চ্যানেলে সম্প্রচার হচ্ছে। ২০১৮ সালের ডিসেম্বরে স্টার জলসা চ্যানেলে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে লুৎফার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বর্তমানে ‘মন মানে না’ নামের একটি ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী।