ক্যামেরার সামনে বঙ্গবন্ধুকে দেখেন গৌতম ঘোষ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৩:৫৭ পিএম

গৌতম ঘোষ বাংলা চলচ্চিত্রের এক জীবন্ত কিংবদন্তি। ভারতীয় জাতীয় পু๊রস্কার বিজয়🌳ী এই চলচ্চিত্র নির্মাতা এবার তৈরি করতে চলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র।

প্রামাণ্যচিত্রের শুটিং করতে গিয়ে আব🗹েগতাড়িত হয়ে গৌতম ঘোষ বলেন, “যখন আমি ক্যামেরা চালাচ্ছিলাম আমার মনে হচ্ছিল বঙ্গবন্ধু কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। বঙ্গবন্ধুর ওপর এ ধরনের তথ্যচিত্র তৈরি করা একটি বিশাল দায়িত্ব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।”

গৌতম ঘোষ আরও বলেন, “কলকাতার দিনগুলোতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে অনেক লেখালেখি ও গবেষণা হয়েছে, তবে আমি বিশ্বাস করি তার আত্মজীবনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার স্মৃতি নিয়ে ল൲েখা বইগুলো থেকে পাওয়া তথ্যগুলো সবচেয়ে নির্ভরযোগ্য।”

প্রামাণ্যচিত্র প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, “এ ধরনের ছবি স্বাধীনতার পর তৈরি করলে ভালো হতো। ১৯৭৫ সালে এক অন্ধকার নেমে আসার কারণে এ বিষয়ে অগ্রসর হওয়া🍌 যায়নি।”

পররাষ্ট্র প্রতিমন্ত♏্রী মো. শাহরিয়ার আলম বলেন, “কলকাতায় বঙ্গবন্ধুর রাজনীতির হাতেখড়ি হয়েছে। যদি কলকাতার অংশটি অজানা থাকে, তবে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানা অপূর্ণ থেকে যায়। এই প্রামাণ্যচিত্রটি তৈরিতে সব ধরনের সহযোগিতা করা হবে।” চলতি বছরের জুনের মধ্যে প্রামাণ্যচিত্রটি মুক্তি দেওয়া সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

গত ৪ এপ্রিল, এই প্রামাণ্যচিত্রের কাজ শুরু হয় কলকাতার মাওলানা আজাদ কলেজের একটি শ্রেণিকক্ষে শুটিংয়ের মাধ্যমে।🥃 এই কলেজটির পূর্ব নাম ছিল ইসলামিয়া কলেজ। বঙ্গবন্ধু ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষে এই কলেজে পড়াশোনা করেছেন। ফ্রেন্ডস অব বাংলাদেশ ও বাংলাদ𒈔েশ হাইকমিশনের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্রটি।

‘পদ্মা নদী মাঝি’ সিনেমার মাধ্যমে গৌতম ঘোষ বাঙালি দর্শকদের মাঝে অনেক আগেই জায়গা করে নিয়েছেন। এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে সেই অবস্থান আরও শক্ত হবে বলে মনে করা হচ্ছে। গুণী এই পরিচ♛ালকের উল্লেখযোগ্য সিনেমা ‘মা ভূমি’ (১৯৭৯) তেলুগু ভাষায় অন্তর্জলী যাত্রা (১৯৮৭), তেলুগু ভাষায় গুড়িয়া (১৯৯৭), ক൲ালবেলা (২০০৯), মনের মা