নিজের উপলব্ধির কথা জানালেন বলিউড স্টার তামান্না

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ১১:৪১ এএম
অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’গানে দেখা গেল নতুন এক তামান্নাকে। যার প্রশংসায় পঞ্চমুখ ভক্ত ও অনুরাগীরা।
কেউ বলছেন, ‘তামান্না সেই নারী যাকে নিয়ে কবিতা লেখা হয়।’ আবার কেউ বলছেন, ‘একবিংশ শতাব্দীর নত🐈ুন হেলেন তামান্না।’

অধিকাংশ ভক্তের ভাষ্য, বলিউডে কারিনা কাপুরের হাত ধরে যে জিরো ফিগার ধারা শুরু হয়েছিল, তারই যোগ্য উত্তরসূরী তামান্না। শ্রোতাদের তিনি শরীরকে ভালোবাসতে উৎসাহ জ♒ুগিয়েছেন। বালিঘড়ির মতো ফিগারে মন কেড়েছেন সবার।

সব মিলিয়ে, আজ কি রাত লুকটি এই তারকার ক্যারি⭕য়ারে সবচেয়ে🤪 বেশি গ্ল্যামারাস চেহারা হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাকে নতুন ‘ইট অ্যান্ড হিট’ গার্ল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এদিকে তামান্না ভাটিয়া অভিনীত ‘সিকান্দর কা মুকাদ্দার’ সিনেমা কদিন আগেই ওܫটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এ ছাড়া তার ‘আজ কি রাত’ দর্শকদের মন জয় করেছে। অনেকেই তামান্নাকে গ্রিক দেবীর সঙ্গে তুলনা করেন এবং গ্ল্যামারাস ইমেজের জন্য সুপর𝔉িচিত তিনি।

 

 

তবে জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনেক🔯 নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন, কারণ কখনো অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড তৈরি করেননি এবং নিজের প্রকৃত দেহকেই সবার সামনে উপস্থাপন করেছেন।

 সম্প্রতি এ নিয়ে উপলব্ধির কথা জানিয়েছেন নায়িকা তামান্না।  অভিনেত্রী বলেন, ‘আমি সেই শিশু ছিলাম এবং ভাবতাম, চিকন 𝐆হওয়াটাই ফিট থাকা। কিন্তু জীবনযাত্রায় সিনেমা আমাকে শিখিয়েছে যে, ফিট থাকার প্রাকৃতি﷽ক ফলাফল হলো ভালো অনুভব করা, সুন্দর দেখানো এবং সবকিছুরই ভালো লাগা।’

 

 

 ꦆদক্ষিণ ভারতের এই নায়িকা আরও বলেন, ‘আজ আমি যদি ক্ষমতার অবস্থানে থাকি- তবে হয়তো কোনো মেয়ে এই যাত্রা দেখে বুঝতে পারবে যে, সৌন্দর্যের সঙ্গে কোনো নির্দিষ্ট আকার বা মাপের সম্পর্ক নেই। সৌন্দর্য হলো, আপনি নিজেকে কীভাবে দেখেন।’ তিনি আরও স্বীকার করেছেন যে, এটি তার জন্য সহজ যাত্রা ছিল না। নিজের🔯 শরীরে আত্মবিশ্বাসী হতে তার অনেক সময় লেগেছে।