ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৩:২০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শব্দদূষণ রোধে যেকোনো ধরনের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্💙তৃপক্ষের আদেশক্রমে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত বিবৃতি এ নির্দেশ দেওয়া হয়।

বিবৃতি বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শꦆব্দদূষণ রোধকল্পে যে কোনো ধরনের মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। অতি প্রয়োজনে মাইক ব্যবহার করতে হলে প্রক্টরের পূর্ববর্তী লিখিত অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “সময়-অসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইক ব্যবহারে বিভিন্ন বিভাগের পরীক্ষা দিতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এ ছাড়া শব্দদূষণ তো হচ্ছেই। নিরাপদে ক্লাস পরীক্ষা দেওয়াসহ শব্দদূষণ রোধে আমার অনুমতি ছাড়া কেউ যেন আর সাউন্ড মাইক ব্যবহার না করে। এ জন্য সবার সহযোগিতা কাম্য।”