সিলেটের শাহজালালꦐ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছেন শাখা ছাত্রশিবি﷽র সভাপতি ও সাধারণ সম্পাদক।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় ‘ছাত্রশিবির শাবিপ্রবি’ নামের ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। ফেসবুক পেইজ থেকে শাবিপ্রবির উপাচার্য বরাবর ১৩টি বিষয়ের ওপর ৫২ দফা দাবি সংবলিত স্মারক লিপি দেওয়ার ছবি শ🀅েয়ার করা হয়।
স্মারকলিপিতে শাবিপ্রবি ছাত্রশিবির𒁏ের সভাপতি হিসেবে তারেক মনোয়ার ও সেক্রেটারি হিসেবে মাসুদ রানা তুহিন স্ব🤪াক্ষর করেছেন।
জানা যায়, ছাত্রশিবিরের সভাপতি তারেক মনো🧸য়ার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ও সেক্রেটারি মඣাসুদ রানা তুহিন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ছাত্রশিবির প্রস্তাবনা💃র বিষয়গুলো হলো ফ্যাসিবাদের মূলোচ্ছেদ সংক্রান্ত, প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত, একাডেমিক কার্যক্রম সংক্রান্ত, আবাসন সংক্রান্ত, পরিবহন সংক্রান্ত, নিরাপত্তা সংক্রান্ত, গবেষণার মানোন্নয়ন সংক্রান্ত, ইউসি সংক্রান্ত, লাইব্রেরি সংক্রান্ত, শিক্ষক নিয়োগ সংক্রান্ত, ধর্মীয় উ෴পাসনালয় সংক্রান্ত, শারীরিক শিক্ষা কেন্দ্র সংক্রান্ত, মেডিকেল সেন্টার সংক্রান্ত।
দাবি উত্থাপন শেষে স্মারকলিপিতে ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার বলেন, “উপর্♕যুক্ত প্রꦬস্তাবনার আলোকে বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ-গাজীদের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন করা হবে বলেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে।”