ন্যায্য দাবি নিয়ে শিক্ষার্থীদেไর আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, “শিক্ষার্থীদের আহ্বান করছি, তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো, সেগুলো পূরণ করা হবে।”
সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদি🐈ক👍দের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজধানীর বিভিন্ন আন্দোলন নিয়ে সাংবাদিক𒉰দের প্রশ্নের জবাবে ওয়াহিদউদ্দিন মাহমুদ ব🍰লেন, “অনেক দাবি এরই মধ্যে থেমে গেছে, কারণ আমরা বলেছি এগুলো ন্যায্য দাবি সমাধান করব। কিছু কিছু দাবি আছে, যেগুলো ন্যায্য না। এগুলো আমরা মানব না।”
শিক্ষা উপদেষ্টা বলেন, “ন্যায্য দাবি না হয়েও রেললাইন অবরোধ করা হচ্ছে। যাত্রীদের 🌊আক্রমণ করা হচ্ছে। এগুলো করলে জনগণই তাদের বিরুদ্ধে যাবে, সেদিক থেকে 🐭আমরা সুবিধায় আছি।”
ঢাকা শহরে প্রতিনিয়ত শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ, এর সমাধান কোথায়? এমন প্রশ্নের জবাবে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলে🦂ন, “শুধু শিক্ষার্থীরা না, বহু সংগঠন ঢাকা শহরে আন্দোলন করছে। তারা সড়ক আটকে এগুলো করছে, এর সমাধান কী করে হবে, আমি তো একা সমাধান করতে পারছি না।”
[105156]
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূ🧔সের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।