সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩

নাটোর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৭:৫৮ পিএম

নജাটোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমা✃ন মাসুমের বাড়ি থেকে তিনটি বিদেশি চাকু ও বিভিন্ন আগ্নেয়াস্ত্রের গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) ভোরে শহরের নিচ💎াবাজার মহল্লায় সাবেক কাউন্সিলর মাসুমের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি﷽ নিশ্চিত কর🍰েছেন।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড শটগানের তাজা বারুদ, ৩টি খোসা, ৪টি অস্ত্রের স্কোপ ও ৩♏টি অস্ত্রের বাট।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য কাউন্সিলের ছোট ভাই জিল্লুর রহমান সবুজ ও তার ভাবী শামস জেসমিন কেয়াকে আটক করা হয়। পরে সাবেক কাউন্সিলর মাসুম🌌ের আরেক ভাই নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরিফুর রহমান সুমন সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম জানান, য🧔ৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়। পরে একজন থানায় এসে আত্মসমর্পণ করেন। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে এখনো কোনো মামলা করা হয়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।