নারায়ণগঞ্জ-৩ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৭:২৮ পিএম
মনোনয়নপত্র বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ছবি : সংবাদ প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁ) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ১১ জনের মনোনয়নপ𝓡ত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঋণ খেলাপির জামিনদাতা হওয়ায় দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। তারা হলেন- জাকের পার্টির মো. জামিল মিজি এবং কংগ্রেসের সিরাজুল হক।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশা🎶সনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক এসব তথ্য জানিয়েছেন।

বৈধ প্রার্থীরা হলেন

আওয়ামী লীগ মনꦍোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার, জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা, বিকল্প ধারা বাংলাদেশের নারায়ণ দাস, বাংল⛎াদেশ তরিকত ফেডারেশনের মজিবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির আসলাম হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এ বি এস ওয়ালিউর রহমান খান, মুক্তি জোটের মো. আরিফ, স্বতন্ত্র প্রার্থী  মারুফ ইসলাম ঝলক, এরফান হোসেন দীপ, রুবিয়া সুলতানা ও এ এইচ এম মাসুদ।