ব্যাংক কর্মকর্তাদের জিম্মি : হতাহত ছাড়াই যেভাবে নিয়ন্ত্রণে ডাকাতরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৬:৩৮ পিএম
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্✱যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এসময় কোনো হতাহত ছাড়াই তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন🍌্ধ্যা সাড়ে ৫টার দিকে আত🐻্মসমর্পণের পর ডাকাতদের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত র‌্যাব ♕কর্মকর্ꦿতা খালিদ।

খালিদ বলেন, “ব্যাংকে থাকা ৩ ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে দেশীয় অস্ত𝓡্র উদ্ধার করা হয়েছে।”

র‍্যাব-১০-এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার �𝄹�বলেন, “আলোচনার মাধ্যমে ডাকাতদলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ব্যাংকের ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া অর্থ লোপাটও হয়নি।”

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাই🎐রে থেকে তালা ঝুলিয়ে দেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতদল হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব♓সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।

[107197]

ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাতরা দুপুর ২টার দিকে ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখ🧔াটি ঘেরাও করেন।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, ঘটনার সময় তি🔴নি☂ ব্যাংকে ছিলেন না।