সোনারগাঁ👍য়ের পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে মো. মুন♌তাসির আহম্মেদ তাসনিম (২) ও মোসাম্মৎ হাবিবা (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
শনিবার (১৮ নভেম্🍸বর) সকাল ১০টার💯 দিকে পৌর এলাকার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. মুনতাসির আহম্মেদ তাসনিম ওই গ্রামের মহিউদ্দিনের ൲ছেলে এবং হাবিবা আক্তার রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে দুই ভাܫইবোন হাত ধরে উঠানে খেলা করছিল। কোনো এক সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় তাদের খোঁজাখুজি করা হয়। অবশেষে বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় দুই শ💜িশুর লাশ দেখতে পান।
পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্✤লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ম🌱ো. মহসিন গণমাধ্যমকে বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। পারিবারিকভাবে তাদের দাফন করা হয়েছে।”