বিদ্যুৎস্পৃষ্টে নব দম্পতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৯:৪৭ এএম

ঢাকার কে✤রানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নব দম্পতির মৃত্যু হয়েছে। দেড় মাস আগে তাদের বিয়ে হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে কেরানীগঞ্জ সুমন হাউজিংꦑ এলাকায় এ ঘটনꦅা ঘটে। 

নিহতরা হলেন ইসমাইল (২০) ও তার স্ত্রী মোস🌱াম্মৎ কাজল আক্তার (১৮)।

নিহত ইসমাইলের বাবা মো. আলী জানান, রাত ১২টার দিকে তিনি কর্মস্থল থেকে বাসায় ফেরেন। নিচের গেইট বন্ধ থাকায় ওপরের চারতলার বারান্দা দিয়ে ইসমাইল চাবি ছুড়ে মারার সময় সেই চাবি গিয়ে বিদ্যুতের তারের ওপরে পড়ে। পরে ইসমাইল চারতলার বারান্দায় দাঁড়িয়ে একটি লোহার পাইপ দিয়ꦯে চাবিটি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সেই সময় তার চিৎকারে বাঁচাতে এসে তার স্ত্রী কাজলও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উভয়কেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মো. আলী আরও জানান, দেড় মꦏাস আগে ইসমাইলের সঙ্গে কাজলের ছেলের বিয়ে হয়।

ঢাকা মেড♉িকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ই𝓀ন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, স্বামী-স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।