ঘন কু🥃য়াশার মধ্যে মুন্সীগঞ্জের সিংপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত ও ১৫ জন আহত হওয়ার তথ্য পা💫ওয়া গেছে।
রোববার (꧃🎃২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে একই জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মক♍র্তা (ওস𝐆ি) আব্দুল কাদের জিলানী।
আব্দুল কাদের জিলানী জানান, মাওয়ামুখী লেনে প্রথমে একটি প্রাইভেট গাড়িকে পেছন থেকে ধাক্কা 🍌দেয় একটি কাভার্ডভ্যান। এরপর একটি বাস প্রাইভেট গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানের পেছনে এসে ধাক্কা দেয় আরেকটি মাইক্রোবাস। মাইক্রোবাসটি চলে যাওয়ার পরে আগের বাসটির পেছনে আ♊রও কয়েকটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার💜 দেওয়া আজꦕাদ জানান, আহত ১০-১৫ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
[107344]
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া সরকার একজন নিহত হওয়ার কথা জানিয়েꦬছেন। নিহতের নাম ফরহাদ (৪০)।
ফরহাদকে মৃত অবস্থায় আনা হয়েছিল বলেও জানান ক্যামেলিয়া স🥃রকার।