১৬ মামলার আসামি অস্ত্রসহ আটক

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০১:৫৯ পিএম

ন𝕴ওগাঁর মহাদেবপুরে আতাউর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। এ সময় দুটি ওয়ান শুটারগান ও একটি গুলি জব্দ করা হয়।

শনিবার ꦫ(২০ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার আজিপুর গ্রাম থেকে তাকে আটক করেন র‍্যাব-৫-এর নাটোর ♍ক্যাম্পের সদস্যরা।

আটক আতাউর রহমান উ꧒পজেলার চেরাগপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, নওগাঁ সদর ও বদলগাছি থানায় হত্যাসহ ১৬টি মামলা আছে।

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্♉যাব-৫।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার আজিপুর💯 গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামি আতাউর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও এꦯকটি গুলি জব্দ করে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক আতাউর রহমান একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর, পত্নীতলা🅘, ধামুইরহাট, বদলগাছি ꦑও সদর থানায় হত্যাসহ ১৬টি মামলা আছে।

মহাদেবপুর থান🉐ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, র‍✨্যাব আটক ব্যক্তিকে এখনো থানায় হস্তান্তর করেনি। এ বিষয়ে মামলা করার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।