গাজীপুরের টঙ্গীতে ঢাকা-✤ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্র💙াক তুরাগ নদে পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্๊ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীꦰদের দুর্ভোগ বেড়েছে।
এদিকে এ ঘটনায় ওই সꦛড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিܫষয়ে ব্যবস্থা গ্র꧑হণ করবেন।
এদিকে বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ট্রা🐻ফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সব যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন🍎্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে বক্তব্য জানতে 🥃গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কে এম শরিফুল আলমের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।