কুমিল্লার চৌদ্দগ্রাম♌ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ব🅺াসের ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক😼ꦅভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে সিডিএম হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস দ্রুতগতিতে পদুয়া এলাকা অতিক্রম করে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠ☂ানো হয়েছে।
প্রত্যক্ষদর🌼্শী পদুয়া এলাকার বাসিন্দা আরিফ হোসেন বলেন, দ্রুতগতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যাচ্ছিল বলে আহত যাত্রীরা জানিয়েছেন।
মিয়ারবাজার হাইওয়ে꧋ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উ🐈দ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া চিকিৎসার জন্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।