দুইদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিনের নৌ-রুটে ট্রলার চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে দুইটি ট্রলার জরুরি খাদ্যপণ্য ও সেন্টমার্টিনের কিছু বাসিন্দাদের নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হ🦩য়।
টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে পরিস্থিতি বুঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ-সেন্টমার্টি🍸ন নৌরুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ রাখতে বলা হয়েছিল। এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। মিয়ানমারের গোলাচর এলাকা এড়িয়ে জোয়ারের সময় বাংলাদেশ অংশ দিয়ে ট্রলার চলাচল করছে। আজও দুটি ট্রলার খাদ্যপণ্যসহ কিছু যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনে গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্টমা🍰র্টিন নৌরুটে ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জরুরি খাদ্যপণ্যসহ দ্বীপের বাসিন্দারা সেন্টমার্টিন যেতে প🎀ারবেন।
ইউএনও আরও 🎃বলেন, জোয়ারের সময় বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে তারা আসা-যাওয়া করবেন। তবে মিয়ানমারের সীমান্তে কোনো ট্রলার না যাওয়ার জন্য বলা হয়েছে।