নওগাঁর পোরশা🐼য় যাত্রীবাহী বাস উল্টে নু🧸র বানু (৬০) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
বু♉ধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিশাহাট বাজার ♕সংলগ্ন মাকলাহাট ব্রিজ এলাকার পোরশা-মহাদেবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ন😼িহত নুর বানু উপজেলা সদরের আমদা গ্রামের জিল্লুর রহমানে স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের 🌞পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজ🤪া এসব😼 তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার♏ দিকে পোরশা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে যায় রোশনী পরিবহনের একটি বাস। সকাল সাড়ে ৯টার দিকে পোরশা উপজেলার শিশাহাট বাজার এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের সামনের সারিতে থাকা যাত্রী নুর বানু ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাসের আরও ১০ যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওসি শাহীন রেজা বলেন, ভোর থেকেই প্রচণ্ড ঘন কুয়াশা ছিল। যানবাহনের লাইট জ্বালিয়েও কয়েক মিটার দূরেই কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে বাসটি শ♔িশাহাট বাজার পার হয়ে মাকলাহাট ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের একজন যাত্রী নিহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।