কুমিল্লার দেবিদ্বার উপজে🌠লার জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেꦗকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে দেবি𓆉দ্বার থানা পুলিশ।
নিহতেরা হলেন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত দু🌊লু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) ও খাগড়াছড়ি জেলার রামঘর উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের রহুল আমিন মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫)।
নিহত দুজনেই ইন্টারনে🅰টের🎃 বিল উত্তোলন, লাইন সংযোগ ও মেরামতের কাজ করতেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদনꦬ্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
দেবিদ্বার থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন বলেন, দেবিদ্বা🅠র উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধ🐼ার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মনিরের ছোট বোন জান্নাত আক্তার বলেন, “মনির আমার এক𒊎মাত্র ভাই। তাকে কারা মারল আমরা বলতে🎶 পারব না। তার এক ছেলে ও এক মেয়ে আছে।”
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, “সকালে দোয়াইজলা বিলে কৃষকেরা কাজ করতে এসে দুজনের মরদেহ দেখে আমাকে খবর দেয় তারা। পরে ঘটনার সত্যত🐲া পেয়ে আমরা পুলিশ খবর দেই। তারা দুজনই ডিস ও ইন্টারনেট বিল উত্তোলন ও সংযোগ লাইনের কাজ করতেন। এটি হত্যাকাণ্ড কি 💜না এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
এ বিষয়ে ডিস ও ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানের মালিক বদিউল আলম সানোয়ার বলেন, ‘মনির ও মোহন আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। এর মধ্যে মনির ন💦িজের বাড়িতে থাকতেন। আর মোহন অফিসে থাকতেন। মোহনের বা✱বা আমাকে বলেছেন, রাত ১১টার দিকে শেষবার মোহনের সঙ্গে তার কথা হয়েছে। ১১টার পর তাকে অফিসেও পাওয়া যায়নি।’
জ্যেষ্ঠ সহকারী পুলিশ পুলিশ সুপার মো.শাহীন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শ♏ন করেছি। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখন বলা সম্ভব হচ্ছে না। তবে ঘটনাস্থল থেকে সিরিঞ্জ, সিগারেট, মোবাইল স্পিরিটের খালি বোতলসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া আরও তথ্য উপাত্ত ও আলামত সংগ্🌳রহ করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।”