মেঘনায় ধরা পড়ল মহাসাগরের নীল তিমি

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৪:২১ পিএম
মেঘনার ডুবোচরে নীল তিমি। ছবি: সংগৃহীত

বিভিন্ন মহাসাগরে রাজার মতো ঘুরে বেড়ায় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীল তিমি। ভারত মহাসাগরের নীল তিমির বিচরণ বঙ্গোপসাগরেও দেখা যায়। তবে কোনো নদী✅তে নীল তিমির ༒ধরা পড়ার ঘটনা বিরল। এবার সেই বিরল ঘটনাই ঘটেছে।

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর তীরে চর আ☂তাউরে জোয়ারের টানে ভেসে এসেছে বড় প্রজাতির নীল তিমি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে বিশাল আকৃতির এই তিমি প্রথমে দেখতে পান স্থানীয় জেলেরা।

পরে জেলেরা নীল তিমিটিকে দড়ি দিয়ে বেঁধে নদীর কিনারায় আনার চেষ্টা করেন। তারা তিমিটির গায়ে আঁচড়ের দাগ দেখতে পান। মেঘনা নদীতে নীল তিমি ধরা ඣপড়ার খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করতে থাকেন।

কন্টিনেজন্ট কমান্ডার কোস্টগার্ড হাতিয়া পেটি অফিসার খালিছুর রহমান জানান,♉ তারা নদীতে টহল দেওয়ার সময় জেলেদের দড়িতে বাঁধা একটি নীল তিমি দেখতে পান। পরে তারা তিমিটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। তবে সে সময় তিমিটি আবারও কিনারে চলে আসার চেষ্টা করে।’

খালিছুর রহমান আরও জানান, জেলেদের হাতে ধরা পড়া প্রাণীটি বড় প্রজাতিদের নীল তিমির বাচ্চা। আকারে অনেক♏ বড়। এরা ঘোলা পানিতে বসবাস করতে পারে না। নীল তিমি পরিষ্কার পানিতে বাস করে বলেই এটাকে দ্রুত রেসকিউ সেন্টার নেওয়া দরকার। প্রাণীটির গায়ে কিছু🌃 আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।

নীল তিমি ধরা পড়ে জেলেদের হাতে।

এ বিষয়ে নোয়াখালী জেলা মৎস্য অফিসার ফাহাদ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। হয়তো খাবারের খোঁজে তীরꦗের দিকে চলে এসেছে তিমিটি। গভীর পানির দিকে নিয়ে ছেড়ে দেয়া উচিত।’